জেলা প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা বলেন, আমার রক্ত দিয়ে হলেও আমি নির্বাচন সুষ্ঠ করবো। আমি যতদিন বেঁচে থাকবো অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করবো।
আমি এ প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার কাছে নির্বাচন বড় কথা নয়, প্রতিজ্ঞা বড় কথা, আমি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করেছি। সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের সকল ব্যবসায়ী সমবায় লি. এর এবং ব্যবসায়ীদের বসুরহাট রূপালী চত্বরে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।
তিনি মনে করেন, সরকার প্রতিবছর বসুরহাট পৌরসভার জন্য ৬০ লক্ষ টাকা বাজেট করে। কিন্তু আমাদের এলাকার রাস্তা ঘাট, মসজিদ, মন্দির, পুল-কালভার্ট, স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসা এমন কোনো জায়গা নেই আমাদের নেতা ওবায়দুল কাদেরের উন্নয়নের ছোঁয়া লাগে নাই।
তার মতে, আমি পুনরায় বসুরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হলে প্রথম কাজ হবে বসুরহাট বাজারের ব্যবসায়ীদের জন্য বাজারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। বসুরহাটে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা। আমি বসুরহাট পৌরসভাকে সিঙ্গাপুর বানাবো।