বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
add

করোনার টিকা নিলে সৌদিগামীদের থাকতে হবে না কোয়ারেন্টিনে

গালফবাংলাটাইমস ডেস্ক / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
add

করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিলে সৌদি আরবগামী যাত্রীদের থাকতে হবে না কোয়ারেন্টিনে। 
বিদেশি নাগরিকদের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। যারা করোনার টিকা নিয়েছেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

গতকাল রবিবার (১৬ মে) এই ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মানি, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতসহ ২০টি দেশ থেকে আগত যাত্রীদের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে সৌদি সরকার জানিয়েছে। করোনা ভাইরাসের কারণে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ) বলেছে, বিদেশি নাগরিকদের মধ্যে যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা সৌদি আরব প্রবেশের পর কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। আগামী ২০ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন আইন অনুযায়ী, আট বছর এবং তার অধিক বয়সী যারা এখনো কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের ক্ষেত্রে সৌদিতে প্রবেশের পর কমপক্ষে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি তাদেরকে অবশ্যই বৈধ স্বাস্থ্য বীমা পলিসি নিয়ে আসতে হবে। বিমানের উঠার ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।

এদিকে, সৌদি নাগরিকদের ওপর ১৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। দেশগুলো হচ্ছে- লিবিয়া, সিরিয়া, লেবানন, ইরান, ইয়েমেন, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, কঙ্গো, আফগানিস্তান, বেলারুশ এবং ভারত।

সূত্রঃ রয়টার্স।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট