কাতারে শুক্রবার ঈদের দ্বিতীয় দিন দেশটির জন্য ছিল স্বস্তির দিন। এদিন প্রথমবারের মতো করোনায় আক্রান্তদের সংখ্যা নেমে আসে ২৫০ জনের নিচে। আর তাই এবারের পবিত্র ঈদুল ফিতরকে এক বড় রহমত হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।
এ বছরের শুরু থেকেই করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী থাকলেও শুক্রবার ঈদ দ্বিতীয় দিনটি ছিল কাতারবাসীর জন্য এক স্বস্তির দিন। এদিনই প্রথম করোনায় আক্রান্তদের সংখ্যা নেমে আসে ২৫০-এর নিচে, যা এ বছরের মধ্য সর্বনিম্ন।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে করোনায় আক্রান্তের সংখ্যা এতটা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও।
পরপর দুটি বছর সাদামাটাভাবে ঈদ উদযাপন করলেও করোনাকে পুরোপুরি নির্মূল করে আগামী বছর সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
মূলত গণহারে ভ্যাকসিন প্রয়োগের কারণেই আক্রান্তের হার কমে এসেছে ধারণা করা হচ্ছে। দেশটিতে এরই মধ্যে প্রায় ২০ লাখ মানুষকে বিনামূল্যে দেয়া হয়েছে করোনার টিকা।