বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
add

কাতারে ফিফা আরব কাপ 2021-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন

সালেহ সোহাগ / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
add

কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি মঙ্গলবার আল বাইত স্টেডিয়ামে ফিফা আরব কাপ কাতার 2021 উদ্বোধন করেছেন।

আমির টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বলেন, “আল্লাহর নামে এবং আশীর্বাদে, আমি ফিফা আরব কাপ কাতার 2021-এর উদ্বোধন ঘোষণা করছি,সকল দেশের জাতীয় দলের মঙ্গল কামনা করছি।সব আরবদের দোহাতে স্বাগতম। “

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি, মহামান্য শেখা মোজা বিনতে নাসের, আমির শেখ জসিম বিন হামাদ আল-থানির মহামান্য ব্যক্তিগত প্রতিনিধি, মহামান্য শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানি। , মহামান্য শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানি, মহামান্য শেখ জসিম বিন খলিফা আল-থানি, মহামান্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল-থানি এবং শুরা কাউন্সিলের মহামান্য স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিম , সকল শেখ এবং মন্ত্রীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেবাননের প্রেসিডেন্ট জেনারেল মিশেল আউন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ ফারমাজো, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েলেহ, লিবিয়ার প্রেসিডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আল-মানফি, জর্ডানের ক্রাউন। প্রিন্স আল হুসেইন বিন আবদুল্লাহ দ্বিতীয়, ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট-জেনারেল আলী মোহসেন আল-আহমার, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আল-সৌদ, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ইগর লেভিতিনের সহযোগী, উপ-প্রধানমন্ত্রী কুয়েতের মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলি আল-সাবাহ, ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রী থিয়াজিন বিন হাইথাম আল-সাইদ, সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থানের মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল-নাহিয়ান , মিসরের যুব ও ক্রীড়া মন্ত্রী ডঃ আশরাফ সোভি এবং তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রী মেহমেত মুহাররেম কাসাপোগলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, উপসাগরীয় আরব রাষ্ট্রসমূহের সহযোগিতা পরিষদের মহাসচিব (জিসিসি) ডক্টর নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফ, আরব দেশগুলোর অলিম্পিক কমিটি ও ফেডারেশনের প্রধানগণ, কূটনৈতিক মিশনের প্রধানরা। , ক্রীড়া ক্ষেত্রে সিনিয়র কর্মকর্তা, এবং জনসাধারণ।

উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় শৈল্পিক চিত্রকর্ম, আরব জাতীয় সঙ্গীতের মিউজিক্যাল অংশ এবং বিশ্বের নবজাগরণে অবদান রাখা অভিবাসী আরব মনের একটি দলকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে।

এরপর, মহামান্য আমির কাতারি জাতীয় ফুটবল দল এবং কিংডম অফ বাহরাইনের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দেখেন,উক্ত খেলায় কাতার 1-0 ব্যবধানে বাহরাইন এর বিরুদ্ধে জয় লাভ করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট