কাতারে ২৮ মে শুক্রবার থেকে সেলুন ও ড্রাইভিং স্কুল খোলার অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ। তবে ধারণ ক্ষমতার ৩০ ভাগ ব্যবহার করা যাবে।
এছাড়া সব রেস্টুরেন্ট খোলা জায়গায় ধারণ ক্ষমতার ৩০ ভাগ ব্যবহার করে খাবার পরিবেশন করা যাবে। তবে যেসব রেস্টুরেন্ট কাতার ক্লিন সার্টিফিকেট পেয়েছে, সেগুলোতে ভেতরে খাবার পরিবেশন করা যাবে।
একইসঙ্গে সুইমিং পুল ও ওয়াটার পার্ক, সিনেমা হল. মিউজিয়াম এবং লাইব্রেরি সহ আরও বেশকিছু প্রতিষ্ঠান ও সেবা চালুর অনুমতি দেওয়া হয়েছে।
কাতারে ক’রো’নার বিধি নিষেধ শিথিলের প্রথম ধাপ শুরু হচ্ছে ২৮ মে থেকে। তবে সরকারি ও বেসরকারি অফিসে আগের মতো শতকরা পঞ্চাশ ভাগ কর্মকর্তা ও কর্মচারী কাজে যোগ দেবেন। এছাড়া বিয়েশাদির অনুষ্ঠান আগের মতো বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ।
মন্ত্রিপরিষদে গৃহিত উল্লেখযোগ্য বিষয় গুলো হচ্ছে…
০১. গ্রীন কাতারের অন্তর্ভুক্ত রেস্তোঁরা এবং ক্যাফেতে খাবার এবং পানীয় পরিবেশন করা যাবে। তবে শর্ত হচ্ছে ধারন ক্ষমতার ৩০% এর বেশি ব্যবহার করা যাবেনা।
০২. ধারন ক্ষমতার ৩০% এর বেশি ব্যবহার না করার শর্তে হেয়ার সেলুন ও বিউটি পার্লার খোলা থাকবে। কর্মচারী ও ক্লায়েন্টকে অবশ্যই কোভিড-19 ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করতে হবে।
০৩. ড্রাইভিং স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে উপস্থিতি ধারন ক্ষমতার ৩০% এর বেশি হওয়া যাবেনা।
০৪. পার্ক, কর্নিচ এবং সমুদ্র সৈকত সমূহ ধারন ক্ষমতার ৩০% পর্যন্ত খোলা থাকবে।
০৫. টেক্সি বা লিমুজিনে চালক সহ মোট চারজনের বেশি উঠানো যাবেনা। (একই পরিবারের সদস্যদের ব্যতীত)
০৬. মেট্রো এবং গণপরিবহন ধারন ক্ষমতার ৩০% এর বেশি না নিয়ে খুলে দেয়া হবে। তবে শুক্রবার ও শনিবার মেট্রো সার্ভিস বন্ধ থাকবে।
০৭. কর্মক্ষেত্রে (সরকারী সেক্টরে) মোট কর্মচারীর ৫০% পর্যন্ত যোগদান করবে (সামরিক, সুরক্ষা এবং স্বাস্থ্য খাত বাদে) বাকি ৫০% তাদের বাসা/বাড়ি থেকে কাজ করবে।
০৮. কর্মক্ষেত্রে (বেসরকারী সেক্টরে) মোট কর্মচারীর ৫০% পর্যন্ত যোগদান করবে, বাকি ৫০% তাদের বাসা/বাড়ি থেকে কাজ করবে।
০৯. সরকারি এবং বেসরকারী খাতে সম্পূর্ণরূপে টিকা প্রাপ্ত সর্বোচ্চ ১৫ ব্যক্তি নিয়ে সভার অনুমতি দেওয়া হয়েছে।
১০. সমস্ত নাগরিক এবং বাসিন্দাদের জন্য যে কোনো কারণে বাসা থেকে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। (গাড়ীতে একাকী কিংবা একই পরিবারের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়।)
১১. সমস্ত নাগরিক এবং বাসিন্দাদের জন্য যে কোনো কারণে বাসা থেকে বের হলে স্মার্টফোনে EHTERAZ সক্রিয় থাকা বাধ্যতামূলক।
১২. বাড়ির ভিতরে কিংবা বাইরে বিবাহ অনুষ্ঠানের অনুমতি নেই।