বছরের আট মাসই শেষ। এই অবস্থায় চলতি বছরে জন্য তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তির জন্য ২৪জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাত্র পাঁচ ক্রিকেটার আছেন তিন সংস্করণের চুক্তিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম নেই টি-টোয়েন্টির চুক্তিতে, টেস্ট থেকে অবসরে যাওয়া মাহমুদউল্লাহ নেই টেস্টে।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৪ ক্রিকেটারের নাম প্রকাশ করে বিসিবি। এর আগে ওইদিন দুপুরে বোর্ড সভায় চুক্তির বিষয় অনুমোদন করার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চলতি বছরের মে মাসে শুরু হয় ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই পাঁচজন আছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরণের চুক্তিতেই।
তামিম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম আছেন টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। শুধুমাত্র টেস্টের চুক্তিতে আছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহি, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসেন।
শুধুমাত্র টি-টোয়েন্টির চুক্তিতে ঠাঁই পেয়েছেন সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।