স্বাভাবিক বা দুর্ঘটনাজনিতসহ নানা কারণে প্রতিবছর গড়ে এক হাজার প্রবাসী মারা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট আলাদাভাবে মৃত প্রবাসীদের এনওসি (অনাপত্তি পত্র) ইস্যু করে থাকে। ২০২০-২১ সালের তালিকায় দুবাই ও উত্তর আমিরাতে মারা গেছেন ৫৯৫ জন প্রবাসী।
এর মধ্যে, ২০২০ সালে ৪৫০ জন ও ২০২১ সালে এপ্রিল পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসও বছরে অন্তত পাঁচ শতাধিক মৃত কর্মীর এনওসি দিয়ে থাকে। দুবাই বাংলাদেশ কনস্যুলেট জানায়, প্রতি বছর প্রায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে লেবার উইং। আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ মৃত ব্যক্তির উত্তরাধিকারীর হিসাব নম্বরে বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঠানো ব্যাংক হিসাব নম্বরে পাঠায় বাংলাদেশ মিশন।
এদিকে, দূতাবাস ও কনস্যুলেটের তথ্য মতে, ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ১১৩ জন প্রবাসীর ক্ষতিপূরণ আদায় করেছে। যার পরিমাণ আট কোটি ৪৩ লাখ টাকা। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ৪৭ জন মৃত প্রবাসীর নিয়োগকৃত প্রতিষ্ঠান ও স্পন্সর থেকে ক্ষতিপূরণ আদায় করেছে দুই কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। ২০১৯ সালে দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রবাসী কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় করে আট কোটি ৭ লাখ ১৭ হাজার টাকা। ১৬১ জন কর্মীর বকেয়া বেতন বাবদ ক্ষতিপূরণ আদায় করা হয় দুই কোটি ২৭ লাখ টাকা।করোনাভাইরাসের কারণে আবুধাবি দূতাবাসের অধীনে ৮৯টি ক্ষতিপূরণ মামলা এখনও প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে দূতাবাস।
সূত্রঃ সমকাল।