শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
add

এবারো হচ্ছে না নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান     

গালফবাংলাটাইমস অনলাইন / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
add

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এ বছরও বাতিল করা হয়েছে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিবছর সুইডেনের স্টকহোমে এটির আয়োজন করা হয়। বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গতবারের মতো এ বছরও বিজয়ীরা নিজেদের দেশ থেকে পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। এ অবস্থায় নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, সবাই চান কোভিড–১৯ মহামারির অবসান হোক। কিন্তু আমরা এখনো সেই অবস্থায় যেতে পারিনি।’ নোবেল পুরস্কার বিজয়ীরা উপস্থিত না হলেও এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে ফাউন্ডেশন।

আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর ভার্চ্যুয়ালি নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এদিকে শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এই পুরস্কারটি নরওয়ে থেকে দেওয়া হয়। ১৯০১ সাল থেকে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এই পুরস্কার দেয়া হচ্ছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট