শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
add

লেবাননে ইসরায়েলবিরোধী সমাবেশে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

গালফবাংলাটাইমস ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
add

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে লেবাননে করা ফিলিস্তিনি নাগরিকদের সমাবেশে বাংলাদেশি নারীকর্মীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৬ মে) রাতে সমাবেশ থেকে ফাঁকা গুলি ছুড়লে বাংলাদেশি কুলসুম বেগম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কুলসুম বেগমকে বৈরুতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসায় কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে হারব বেকারির সামনে এলে তিনি গুলিবিদ্ধ হন। তার বুকের ওপর বাম পাশে গুলি লাগে।

পরে স্থানীয় রেডক্রসের সহায়তায় সাঈদাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৈরুতের রফিক হারিরি হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

কুলসুম বেগম ২০১৯ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। গত ৩ মে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে তার দেশে যাত্রা ব্যাহত হয়।

কুলসুম বেগম নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসুন্দর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট