বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
add

শনিবার থেকে বিমানবন্দরে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু

গালফবাংলাটাইমস প্রতিবেদক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
add

প্রবাসীদের করোনা পরীক্ষায় ভোগান্তি কমাতে সবগুলো আন্তর্জাতিক বিমান বন্দরে পিসিআর ল্যাব বসানোর বিষয়টি জাতীয় সংসদে আলোচনায় আসার পর তা বাস্তবায়নে উদ্যোগ নেয় সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি ল্যাবে মোট ১২টি মেশিন বসানোর কাজ চলছে পুরোদমে।

শুক্রবার কাজের অগ্রগতি দেখতে বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি জানান, পিসিআর ল্যাব বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। শনিবারের মধ্যেই করোনা পরীক্ষা শুরু হতে পারে।

প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ এ ল্যাবে করোনা পরীক্ষা করাতে পারবে বলেও জানান তিনি। এছাড়া বিমানবন্দরে করোনার পরীক্ষার মান নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নজরদারী করতে বলা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরে পরীক্ষাগার পরিদর্শন শেষেও শনিবার থেকে করোনার পরীক্ষা করা যাবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশা করছি, সব ঠিক থাকলে আগামী শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের লোকজন এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।’

এদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।

গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্ত আরোপ করে। কিন্তু দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা করার ব্যবস্থা এত দিন ছিল না। এতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে যেতে পারেননি প্রবাসীরা। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।

এর আগে ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। সে নির্দেশের ১৫ দিন পর গতকাল বুধবার বিমানবন্দরে অস্থায়ী ল্যাবে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে ৪৬ যাত্রীকে পাঠানোর ব্যবস্থা করা হয়।

দীর্ঘদিন ধরে বিমানবন্দরে করোনার পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা। ১৪ সেপ্টেম্বর এ দাবিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে প্রবাসীরা প্রতিবাদও করেছেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট