সৌদি আরবে আজ মঙ্গলবার (১১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অতএব দেশটিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৩ মে)।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর গাল্ফ নিউজের।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারও বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
এদিকে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়ও মঙ্গলবার (১১ মে) ঈদের চাঁদ দেখা যায়নি। অতএব দেশ দু’টির মুসলিমরাও বুধবার রোজা রাখবেন। সে হিসেবে বৃহস্পতিবার এসব (১৩ মে) ঈদ-উল ফিতর উদযাপিত হবে।
খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ দু’টিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ, বুধবার হবে রমজান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবারে ঈদুল ফিতর উদযাপিত হবে।
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পর মুসলিমরা এই দিনটি উৎসবের সংগে উদযাপন করে থাকেন।