শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
add

টেক পার্কে হবে আইওটি ডিভাইস কারখানা

রিপোটারের নাম / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
add

আইটি ডেস্ক :ইনোভেশন এবং অটোমেশন নিয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং থিংক গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতায় আইওটি ডিভাইস তৈরির কারখানা করতে থিংক গ্রুপ জমি বরাদ্দ পেয়েছে হাইটেক পার্কে।

সোমবার এ লক্ষ্যে এক সমঝোতা স্মারকে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং থিংক গ্রুপের পক্ষে এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আশিকুর তানিম স্বাক্ষর করেন। সমঝোতার আওতায় থিংক গ্রুপকে কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে এক একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

‘ইতোমধ্যে সেখানে ১৪টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কোম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন অ্যাসেম্বলিং ও উৎপাদন, অপটিক্যাল ফাইবার ক্যাবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা সেন্টার বিভিন্ন উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করছে,’ বলেন তিনি।

দেশের বিভিন্ন পার্কে এ পর্যন্ত ৩২৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং প্রায় ১৩ হাজার কর্মসংস্থান হয়েছে উল্লেখ করে থিংক গ্রুপ দ্রুত এই পার্কে কাজ শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

থিংক গ্রুপ হোম অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আরঅ্যান্ডডি সেবা নিয়ে কাজ করে। তাদের আইওটি বেজড এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম, হাইব্রিড ইনভার্টার, সোলার চার্জার, ইনটেলিজেন্ট সারভেইল্যান্স সিস্টেম, আইওটি বেজড ফায়ার ফাইটিং অ্যান্ড হার্ডওয়্যার মনিটরিং সিস্টেম পণ্য বাজারে রয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট