বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
add

করোনা কাটিয়ে আজিজুল হাকিমের অভিনয়ে ফেরা

রিপোটারের নাম / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
add

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। মাস দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন এই অভিনেতা। বিশেষ দিবসের নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটির নাম ‘স্বর্ণমানব-৪’। এই নাটকে গোয়েন্দা মহাপরিচালকের চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই জানান আজিজুল হাকিম।

এই নাটকে আজিজুল হাকিমের সহ-শিল্পী হিসেবে থাকবেন সালাউদ্দিন লাভলু, মোশাররফ করিম, মম, রুনা খানসহ আরো অনেকে। ফেসবুক স্ট্যাটাসে আজিজুল হাকিম লিখেছেন, ‘বিশেষ দিবসের নাটকে বিশেষ চরিত্রে অভিনয় দিয়ে আজ সুস্থ হবার পর শুটিং শুরু করছি। বিশেষভাবে গ্রহণকৃত স্বাস্থ্যকর পরিবেশে সচেতনতার সাথে দৃশ্য ধারণের কাজ চলবে নিশ্চিত হয়েই আজ শুটিংয়ের সিদ্ধান্ত নেই। ড. মইনুল খান রচিত স্বর্ণমানব-৪ নাটকে গোয়েন্দা মহাপরিচালকের চরিত্রটি এর আগেও আমি রূপায়ন করেছিলাম। দর্শকের জনপ্রিয়তার কারণ স্বর্ণমানব নাটকের সিকু‍‍য়‍্যাল হিসেবে নির্মাণ হচ্ছে নাটকটি। পরিচালনায় রয়েছে আবু হায়াত মাহমুদ। চোরাচালান রোধে সময়োপযোগী গল্প ও চিত্রনাট্যটি বরাবরের মতো এবারও দর্শকের ভালো লাগবে। সহ-শিল্পী সালাউদ্দিন লাভলু, মোশাররফ করিম, মম, রুনা খান সহ আরো অনেকে।’

তিনি আরো লেখেন, ‘নিয়মিত শুটিংয়ের পরিকল্পনা নেই এখন।যদিও আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত শুধুমাত্র বিশেষ কিছু নাটকে অভিনয় ও কিছু ক্ষেত্রে অতীতে শুরু হওয়া ধারাবাহিক নাটক প্রচারের বিঘ্ন এড়াতে ও প্রযোজক পরিচালককে আর্থিক ক্ষতি থেকে সহযোগিতা করতে কিছু নাটকের কাজ করবো। স্বাস্থ্যকর পরিবেশেই নাটকে অভিনয়ের শুটিংয়ে অংশগ্রহণ করবো। মানসিকভাবে প্রফুল্ল থাকতে ভিন্ন পরিবেশে মাঝে মাঝে সাবধানতা অবলম্বন করে বের হতে চিকিৎসক পরামর্শ দিয়েছেন। সবাই দোয়া করবেন।’

গেলো নভেম্বর মাসে স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন আজিজুল হাকিম। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। করোনা ভাইরাস থেকে সেরে উঠলে ২১ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরেন জনপ্রিয় এই অভিনেতা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট