ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৬ এপ্রিল) থেকে দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করা হচ্ছে।
রোববার (২৫ এপ্রিল) বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নেয়। এর আগে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ‘ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মে মাসের শুরুতে ২১ লাখ ডোজ টিকা পাচ্ছি আমরা। তারমধ্যে এক লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স, আর বিশ লাখ ডোজ দেবে সেরাম ইনস্টিটিউট।’