বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
add

খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জবাব দিতে হবে: গয়েশ্বর

গালফবাংলাটাইমস প্রতিনিধি / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
add

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দি। এখন তার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু তাকে বিদেশে চিকিৎসার অনুমতি সরকার দিচ্ছে না। তার মানে হলো- এই সরকার চায় এভাবেই বেগম জিয়া তিলে তিলে মারা যান।

তিনি বলেন, আওয়ামী লীগ নেত্রীর বিদেশে চিকিৎসার বাধা না থাকলে খালেদা জিয়া’র বাধা কেন। তাঁর কিছু হলে সরকারকে জনগণের রোষানলে পড়তে হবে। এর জবাব তাদেরকে একদিন না দিন দিতেই হবে।

মঙ্গলবার (১১ মে) নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁতী দলের উদ্যোগে খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে মানুষের কাজকর্ম নেই, তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। অন্যদিকে সরকারের লোকজন দেশটাকে লুটপাট করে খাচ্ছে, দেশের কোষাগার খালি করে দিচ্ছে। দুর্নীতির মাধ্যমে পাহাড়সম টাকা বিদেশে পাচার করছে। এই টাকাগুলোকে দেশে আনুন। অসহায়-দুস্থ, শ্রমজীবী মানুষকে মাসোহারা অনুদান দিন। তাদেরকে বাঁচাতে হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে দুর্নীতি ছাড়েন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। কোনো গোষ্ঠী বা ব্যক্তি ক্ষমতা দখল করে টিকে থাকতে পারেনি।

অনুষ্ঠানে বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বক্তব্য দেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট