লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিওধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাশেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বাড়ির সম্পর্কে রাশেদ ওই নারীর দেবর হয়। তাদের মধ্যে দুই বছরের পরকীয়া সম্পর্ক ছিল।
বুধবার (২৬ মে) র্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃত রাশেদ একজন অভ্যাসগত যৌন অপরাধী। তিনি বিভিন্ন সময় মেয়েদেরকে ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক করে ভিডিও চিত্র ধারণ করে ব্ল্যাকমেইল করতো। এরই ধারাবাহিকতায় সৌদি প্রবাসীর স্ত্রী সালমা আক্তারকে (ছদ্মনাম) ফাঁদে পেলে দুই বছর ধরে ইচ্ছার বিরুদ্ধে দৈহিক মেলামেশা ও বিভিন্ন সময় নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন রাশেদ। সম্প্রতি দৈহিক মেলামেশা ও দাবিকৃত টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় ওই প্রবাসীর স্ত্রীকে রাশেদ আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দৈহিক মেলামেশার বেশকিছু আপত্তিকর ছবি ও ভিডিও সংবলিত একটি মোবাইল, একটি মেমোরি কার্ড ও দুটি ছবি উদ্ধার করা হয়। আটক রাশেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।