কাতারে প্রথম ধাপে ক’রো’না বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে ২৮ মে থেকে। এর প্রস্তুতি হিসেবে কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এক লাখ ২০ হাজারেরও বেশি বিদেশি শ্রমিক ইতোমধ্যে ক’রো’নাভা’ইরা’সের ২ ডোজ টি’কা পেয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাসের জাতীয় টিকা কর্মসূচীতে বিভিন্ন নির্মাণ কোম্পানির শ্রমিকদেরকে টিকা দেওয়া হয়েছে।
কাতার স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা ড. খালিদ আবদুল নূর বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ক’রো’নার বিধি নিষেধ ধীরে ধীরে শিথিলের জন্য জন্য চারটি ধাপে পরিকল্পনা করেছে। শ্রমিকদেরকে সুরক্ষিত রাখা ও তাদেরকে ক’রোনাভা’ইরা’সের টি’কা দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
ড. খালিদ আবদুল নূর আরও বলেন, বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির কর্মীদেরকে টি’কা দিতে আমরা কাজ করে যাচ্ছি।বিশেষকরে যেসব কর্মী বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে সরাসরি যুক্ত হতে হয়, তাদেরকে আগে টি’কা দেওয়া হচ্ছে। যেমন সেলুন, রেস্তোঁরা, স্টোর, ক্যাটারিং স্টোর, হোটেল ও আতিথেয়তা সেবা।