আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯০ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘গতকালকের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে।’
‘এ হামলায় অন্তত ১৫৯ জন আহত হয়েছেন’ বলেও জানিয়েছেন তিনি।
এর আগে বার্তা সংস্থা এপি ও সংবাদমাধ্যম আল-জাজিরার সংবাদ প্রতিবেদনে বলা হয়, গতকালকের হামলায় অন্তত ৬০ আফগান ও ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জনের বেশি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে এক টেলিগ্রাম বার্তায় এটি ‘আত্মঘাতী হামলা’ ছিল বলে উল্লেখ করেছে।