সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার প্রচারণাকে ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ্।
তিনি জানান, বিগত কয়েকদিন ধরে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছিল যে – পঙ্গু হাসপাতাল নামে পরিচিত নিটোরে বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
তিনি বলেন, এধরনের প্রচারণা একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান একটি স্বনামধন্য জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে এ ধরনের কোন খবর প্রকাশিত হয় নাই এবং এর সঙ্গে প্রতিষ্ঠানের কোন সংশ্লিষ্টতাও নাই। জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।