সবার আগে কাতার বিশ্বকাপের টিকেট কেটে ফেলেছে জার্মানি। চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বাছাইয়ে সবশেষ ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে প্রথম দল হিসেবে আগামী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
বাছাই পেরিয়ে ইউরোপ অঞ্চলের ১০ গ্রুপের ১০ শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলে। এ অঞ্চল থেকে কাতারের টিকেট পাবে আরও তিন দল। সেজন্য দশ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের দুই গ্রুপ বিজয়ী খেলবে প্লে-অফে।
গ্রুপ ‘জে’র ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে উল্লাসে মেতেছে হান্সি ফ্লিকের জার্মানি। ৮ ম্যাচে ২১ পয়েন্টে গ্রুপের শীর্ষে তারা।
ম্যাচের ৫০ মিনিটে কাই হাভের্টজ গোলের শুরু করে। টিমো ওয়ের্নার ৭০ ও ৭৩ মিনিটে আনেন জোড়া গোল। জামাল মুসিয়ালা ৮৩ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন।
জার্মানির সঙ্গে গ্রুপ ‘জে’তে আছে রোমানিয়া, ৮ ম্যাচে যাদের পয়েন্ট ১৩। টেবিলের তিনে মেসিডোনিয়া, তাদের পাশে ১২ পয়েন্ট। সমান পয়েন্ট চারের আর্মেনিয়ার। পাঁচে আইসল্যান্ড, ৮ পয়েন্ট নিয়ে। তলানির লিচেনস্টাইন ৮ ম্যাচে জমাতে পেরেছে কেবল ১ পয়েন্ট।