ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের শুক্রবার ভোরে জয় পেয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।
ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। ৪২তম মিনিটে নাহুয়েল মলিনা পাসে গোল করেন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। বিরতির পর কিছুটা ধার কমে যায় আর্জেন্টিনার আক্রমণের। সেই সুযোগে ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টিও পেয়ে যায় পেরু। তবে পেরু সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়।
পেরুর অভিঝ্হ তারকা ওশিমার ওতুনের নেওয়া পেনাল্টি শট গোলবারে লেগে বাইরে চলে যায়। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। সব প্রতিযোগিতা মিলিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা অপরাজিত আছে ২৫ ম্যাচে। বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা।