সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ৪৪০০ কোটি ডলারে কিনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন টেক বিলিওনেয়ার ইলন মাস্ক।
টুইটারে কতগুলো ফেক অথবা স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে সে সম্পর্কে খোঁজ নিচ্ছেন তিনি।
শুক্রবার (১৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মোট টুইটার ব্যবহারকারীদের মধ্যে ফেক বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা শতকরা পাঁচ শতাংশের নিচে কিনা, ইলন মাস্ক এখন সেই তথ্যের জন্য অপেক্ষা করছেন।
এদিকে এই ঘোষণার পর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার আগেই টুইটারের দাম ২৫ শতাংশ পড়ে গেছে।
গত দুই সপ্তাহ আগে টুইটার জানিয়েছিল চলতি বছরের প্রথম তিন মাসে ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীদের শতকরা পাঁচ ভাগেরও কম। ইলন মাস্ক এখন সেই তথ্য যাচাই করে দেখছেন।
চুক্তির শর্ত অনুযায়ী, এই বিক্রি শেষ পর্যন্ত না ঘটলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ১০০ কোটি ডলার দেবে টুইটার।
ইলন মাস্ক টুইটার থেকে সব ফেক কিংবা স্প্যাম অ্যাকাউন্ট দূর করতে চান।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার।