বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী। সোমবার দুপুরে ওই তরুণী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
সদ্য এইচএসসি পাস ওই তরুণীর অভিযোগ, ৪ থেকে ৫ মাস আগে রনির সাথে তার পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক হয়।
গত ৭ মে রনি নিজ বাসায় ডেকে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। ১২ মে বিয়ের জন্য চাপ দিলে রনি তাকে মারধর করে। এ সময় তাকে হত্যার হুমকি দেয়া হয়।
ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের এবং পিবিআইকে তদন্ত দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ন আহম্মেদ।
এদিকে অভিযোগের বিষয়ে মুঠোফোনে ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, তিনি অভিযোগকারী তরুণীকে চেনেন না। উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তিনি আইনিভাবে জবাব দেবেন।