বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
add

গুপ্তচরবৃত্তির অভিযোগে আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে কাতার

রিপোটারের নাম / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
add

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ভারতের নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। অবসর গ্রহণের পর এসব ভারতীয় কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। আর এই প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যাপারে সহায়তা করত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জানিয়েছে, ভারতের নৌবাহিনীর যেসব কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে একজন হলেন কমোডোর পুর্নেন্দু তিওয়ারি।

তিনি নৌবাহিনীর যুদ্ধজাহাজের কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে সমুদ্রে দাপিয়ে বেড়াত ভারতীয় যুদ্ধজাহাজ।

এমনকি বিদেশের মাটিতে ভারতের সম্মান উজ্জল করার জন্য ২০১৯ সালে কমান্ডার পুর্নেন্দুকে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ পদকে ভূষিত করা হয়েছিল। যা প্রবাসীদের ক্ষেত্রে ভারত সরকারের অষ্টম সর্বোচ্চ সম্মান।

কমোডোর পুর্নেন্দোর সঙ্গে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন ক্যাপ্টেন নভোতেজ সিং গিল, বিরেন্দ্র কুমার বেরমা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমোডোর অমিত নাগপাল, কমোডোর সুগুনাকার পাকালা, কমোডোর সঞ্জিব গুপ্ত এবং নাবিক রাগেস।

ভারতের হয়ে অতীতে সম্মান বয়ে আনলেও এসব নৌ সেনা পরবর্তীতে গুপ্তচরবৃত্তির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন।

কাতারের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা কাতারের একটি সাবমেরিন প্রজেক্টে কাজ করতেন। ওই সময় ইসরায়েলের কাছে তথ্য পাচার শুরু করেন। বিষয়টি ফাঁস হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর এ বছরের মার্চে বিচার শুরু হয়। প্রায় আট মাস বিচার প্রক্রিয়া শেষে এই ৮ নৌ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন কাতারের আদালত।

সাবেক নৌ সেনাদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ‘বিষ্ময়’ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ছাড়িয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট